মানব পাচার, ধর্ষণ এবং সংঘবদ্ধ অপরাধ চক্র গঠনের অভিযোগে রোমানিয়া পুলিশের হাতে আটক হয়েছেন এন্ড্রু টেট। একইসাথে তার ভাই ও দুই সহযোগীকেও আটক করা হয়েছে।
টেটের আইনজীবীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ান।
নারী বিদ্বেষী এবং বিতর্কিত মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত এন্ড্রু টেট।
কিছুদিন আগে গণমাধ্যমে খবর আসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি। সে সময় বিশ্বের গণমাধ্যমগুলোতে শিরোনাম হন তিনি। নারী বিদ্বেষী মন্তব্য, ঘৃণা ছড়ানো বক্তব্যের জন্য সাবেক কিকবক্সার এন্ড্রু টেটকে এরই মধ্যে বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিষিদ্ধ করা হয়েছে।
গত এপ্রিল থেকেই টেট ও তার ভাইয়ের বিরুদ্ধে তদন্ত করছে দেশটির আইন প্রয়োগকারী সংস্থা। তাদের ২৪ ঘণ্টা পর্যন্ত আটক রাখা হতে পারে। ঘটনার বিস্তারিত না জানিয়ে টেটের মুখপাত্র বলেন, টেট ও তার ভাই রোমানিয়ান কর্তৃপক্ষের প্রতি তাদের গভীর শ্রদ্ধা রয়েছে। তারা আইন প্রয়োগকারীদের সর্বোচ্চ সহযোগিতা করবে।
তদন্তকারীদের বিবৃতি অনুসারে, সংগঠিত অপরাধী গোষ্ঠীর দ্বারা যৌন নির্যাতনের শিকার ছয় নারীকে চিহ্নিত করা হয়েছে। ধারণা করা হচ্ছে টেট ও তার ভাই একটি অপরাধ চক্র পরিচালনা করতেন যেখানে নারীদের দিয়ে জোরপূর্বক পর্ণো ছবি বানানো হতো। এর মাধ্যমে অনেক টাকা উপার্জন করেছেন তারা।