নানা জটিলতায় হল মার্কের সম্পত্তি বিক্রি করতে পারছে না সোনালী ব্যাংক। তবে নতুন বছরে বিকল্প উপায়ে বেশ কিছু সম্পত্তি বিক্রি করা সম্ভব হবে। এর ফলে বড় অংকের অর্থ পুনরুদ্ধার করা যাবে বলে আশা করছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম।
রোববার (১ জানুয়ারি) মতিঝিলে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, বিদায়ী বছরে রেকর্ড পরিমাণ মুনাফা করেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী।
সবচেয়ে বেশি ৩ হাজার ৭শ কোটি টাকা আয় হয়েছে ঋণের সুদ থেকে। যা গত বছরের চেয়ে ১১শ ২২ কোটি টাকা বেশি।
তিনি বলেন, সামগ্রিক পরিচালন মুনাফা হয়েছে ২ হাজার ৫শ কোটি টাকা। বেড়েছে ব্যাংকের আমানতও। বর্তমানে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার কোটি টাকা যা গত বছরের তুলনায় ৬ হাজার কোটি টাকা বেশি।