বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন মঞ্জুর হলেও সরকারের পক্ষ থেকে তাকে আটক রাখার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেন, যদি সরকারের এমন হয়ে থাকে তাহলে সরকারই ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, তথ্য মন্ত্রী জিয়া পরিবারের সমালোচনা বিষয়ক মন্ত্রী। তার সারাদিনের কাজ হলো জিয়া পরিবারের সমালোচনা করা।
রাজধানীর পল্টন থানায় করা নাশকতার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার দুপুরে বিচারপতি মো. সেলিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে তাদের মুক্তিতে আর কোন বাধা নেই বলে জানিয়েছেন তাদের আইনজীবী।
এদিকে জামিন মঞ্জুর করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এ নিয়ে শিগগিরই আপিল করা হবে বলেও জানান তিনি।