ইরান-আফগান নারী অধিকার সংহতি সমাবেশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ, মানবাধিকার জোট, উদীচীসহ ময়মনসিংহের ১৮ টি সংগঠন। মঙ্গলবার বিকেলে নগরের শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্ত্বরে ঘণ্টাব্যাপী এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানবাধিকার জোটের সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, মানবাধিকার জোটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মোতালেব লাল, জন উদ্যোগের সদস্য সচিব সাখাওয়াত হোসেন, ক্লিন আপ বাংলাদেশের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিউর রহমান ফয়সাল, নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সম্পাদক সৈয়দা সেলিমা আজাদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ইরান বা আফগানিস্তান যেখানেই নারীদের ব্যক্তি স্বাধীনতা খর্ব হচ্ছে, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।
কোনো নারীকে জোরপূর্বক হিজাব পরানো বা খোলার অধিকার কারো নেই। তাই নারীদের অধিকার সংরক্ষণে সবার দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এছাড়াও বাংলাদেশে জঙ্গিবাদ, গুরুতর সাম্প্রদায়িক কার্যক্রম বন্ধ করতে সরকারকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।