গাজীপুরের শ্রীপুরে ময়লার স্তূপ থেকে এক নবজাতকের পলিথিন মোড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নবজাতক শিশুটির বয়স এক দিন হতে পারে বলে ধারণা পুলিশের।
মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে শ্রীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের গরুর হাটের পশ্চিম পাশের ময়লার স্তূপ থেকে ওই নবজাতকের (ছেলে) মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানার পুলিশ।
পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী আজিজুল বলেন, মঙ্গলবার সকাল ৮টার দিকে ভ্যানগাড়িতে ময়লা ফেলতে যাওয়ার সময় নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখি।
এরপর আমি চিৎকার করলে বাজারের লোকজন এসে নবজাতকের বিষয়ে নিশ্চিত হয়ে স্থানীয় পৌরসভার কাউন্সিলরকে খবর দেওয়া হয়। এ সময় নবজাতকের মরদেহের চারপাশে অনেকগুলো কুকুর ঘোরাঘুরি করছিল।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা এই নবজাতকের মরদেহ কখন ফেলে গেছে জানা যায়নি। একটি টিম নবজাতকের পরিচয় শনাক্তের জন্য বিভিন্ন হাসপাতাল-ক্লিনিকে খোঁজ-খবর নিচ্ছে।