মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও নতুন করে শনাক্তের হার দুটোই বেড়েছে গত ২৪ ঘণ্টায়। আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে প্রায় শতাধিক। একই সময়ে ভাইরাসটিতে নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে এক লাখেরও বেশি।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৩১৯ জন।
নতুন করে আক্রান্ত হয়েছেন চার লাখ ৫২ হাজার ৩০৬ জন। আর সুস্থ হয়েছেন তিন লাখ ৩৩৮ জন।
শুক্রবার (৬ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, মহামারি ভাইরাসটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৬ কোটি ৭০ লাখ ৪৫ হাজার ২১৬ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৭ লাখ পাঁচ হাজার ৯৩১ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ৮৩ কোটি ৮৭ লাখ ৩৭ হাজার ৮৯৮ জন।
বর্তমানে বিশ্বজুড়ে সংক্রিয় রোগীর সংখ্যা দুই কোটি ৫৭ লাখ ৯ হাজার ৮২৮ জন। এর মধ্যে গুরুত্বর অবস্থায় রয়েছেন ৪৩ হাজার ৮৪৩ জন।
এ দিকে গত ২৪ ঘণ্টায় সংক্রমণ ও মৃত্যুর দিক থেকে সবার ওপরে রয়েছে জাপান। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন দুই লাখ ২৬ হাজার ৯০৪ জন।
একই সময়ে নতুন করে মারা গেছেন ৩৩৪ জন। সংক্রমণের দিক থেকে এর পরেই রয়েছে উত্তর কোরিয়া, তাইওয়ান, যুক্তরাষ্ট্র ও ব্রাজিল। আর মৃত্যুর দিক থেকে রয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ফ্রান্স ও উত্তর কোরিয়া।