রাজশাহীর পুঠিয়ায় মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছে। দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি আগুন লেগে পুড়ে যায়৷
আজ শুক্রবার দুপুর দুটায় ঢাকা-রাজশাহী মহাসড়কের বিড়ালদহ মাজারের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু ইসলাম (১৬) বিড়ালদহ মাজার এলাকার ইমরান হোসেনের ছেলে। এসময় মাইক্রোবাসটিতে আগুন লেগে যায়।
পরে পুঠিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এসে আগুন নিভায়৷
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, আগুনে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।
পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, হাইস মাইক্রোবাসের চালককে আটক করা হয়েছে। গাড়িটিতে ইত্তেজিত জনতা আগুন দিয়েছে না এক্সিডেন্টের ফলে আগুন ধরেছে তা তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে স্থানীয় জনগণ ও চালককে জিজ্ঞাসাবাদ করা হবে।