প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার (৭ জানুয়ারি) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের পুবের বিলে নিজেদের পৈত্রিক জমিগুলো পরিদর্শন করেছেন। তিনি সেখানে যান এবং শৈশবের স্মৃতিবিজড়িত পৈত্রিক জমিগুলো পরিদর্শন করেন।
এক সময় এসব জমির ফসল উঠতো বাড়িতে। ভাত, ডাল, পিঠা-পুলিসহ আরও কত কীসের আয়োজন চলতো তখন! পরিবারের সবাই মিলে কত স্মৃতি, কত কত আবেগ।
সেসব ভেবেই কি না অপলক দৃষ্টিতে জমির দিকে চেয়ে থেকেছেন তিনি। কিছুক্ষণের জন্যও হয়তো ফিরে গেছেন শৈশবে।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন বলে জানা গেছে। অসাধারণ সেই দৃশ্যে বাংলার প্রধানমন্ত্রী ধরা দিয়েছেন চিরায়ত বঙ্গকন্যা রূপে।
জলাভূমির অন্তর্গত এ অঞ্চলের জমিগুলি বছরের ৮ থেকে ৯ মাসই পানির নিচে থাকে। ভাসমান বেডে সবজি ও অন্যান্য ফসল চাষ করে এই জমিগুলি চাষ উপযোগী করে তোলার ব্যাপারে বঙ্গবন্ধুকন্যা নির্দেশনা দেন।
এসময় প্রধানমন্ত্রী সারাদেশের সব অনাবাদি পতিত জমিতে চাষাবাদ করার জন্য দেশবাসীকে আহ্বান জানান। তিনি বলেন, কোথাও এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে।