এবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি প্রথমিক বিদ্যালয়ে গুলির ঘটনা ঘটেছে। ছয় বছরের এক শিশুর গুলিতে আহত হয়েছেন এক শিক্ষিকা। পুলিশ জানিয়েছে, ইচ্ছাকৃতভাবে শিক্ষিকাকে গুলি করে ওই শিশু। এমন খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্যা গার্ডিয়ান।
বিবৃতিতে পুলিশ জানিয়েছে, শুক্রবার বেলা ২টার দিকে তাদের কাছে খবর আসে রিচনেক প্রথমিক বিদ্যালয়ে গুলির ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিশুকে গ্রেপ্তার করে পুলিশ। আহত শিক্ষিকাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ আরও জানায়, ভুক্তভোগী শিক্ষিকার অবস্থা আশঙ্কাজনক।
তবে, অভিযুক্ত শিশুর পরিচয় বা কীভাবে সে পিস্তল পেয়েছে তার বিস্তারিত জানায়নি পুলিশ।