জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে ১০ হাজার পিচ ইয়াবা সহ রফিকুল ইসলাম (৩৬) নামের মাদক ব্যাবসায়ী আটক।
রবিবার (৮’জানুয়ারি-২০২৩ ইং) সকাল আনুমানিক সাড়ে সাতটার সময় সদর উপজেলার বদরপুর ইউনিয়নের শিয়ালী স্টান থেকে আটক করা হয়েছে।আটককৃত রফিকুল ইসলাম সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা অহেদ ফকিরের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বিভাগীয় কার্যালয় বরিশাল অতিরিক্ত দায়িত্বে থাকা জেলা কার্যালয় পটুয়াখালীর সহকারী পরিচালক এনায়েত হোসেন এর নেতৃত্ব ও সঙ্গীয় অফিসার ফোর্সের সহযোগিতায় বরিশাল টু পটুয়াখালী গামী যাত্রীবাহী বাস সেকান্দার পরিবহন বাসের মধ্যে থেকে ৩ নং সিটের যাত্রী মাদক ব্যাবসায়ী রফিকুল ইসলাম (৩৬) কে আটক করেন। আটককৃত মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান তাদের এই অভিযান অব্যাহত থাকবে চাইলেন স্থানীয় গণমাধ্যমের সহযোগিতা এসময় তারা আরো বলেন সবাই মিলে মাদক নিয়ন্ত্রণে কাজ করিলে হয়তোবা আগামী প্রজন্মকে আমরা ভালো একটি সমাজ উপহার দিতে পারব।