ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে চলন্ত মোটরসাইকেলে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে মোটরসাইকেল চালক ও যাত্রীর কোনো ক্ষতি হয়নি। মোটরসাইকেলে করে চালক ও যাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে নীলক্ষেত এলাকার দিকে যাচ্ছিলেন।
তখন রোকেয়া হলের সামনে থেকে পেছনের চাকায় আগুন দেখতে পান উপস্থিত লোকজন।
এসময় তারা তাদের মোটরসাইকেল থামাতে বলেন। মানুষের কথা শুনতে পেয়ে মোটরসাইকেল চালক কলাভবনের গেটের সামনে এসে থামান। এতে তাৎক্ষণিক আগুন ছড়িয়ে পড়ে। তবে মোটরসাইকেলে থাকা দুজনের কিছু হয়নি। পরে ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
শাহবাগ থানার উপপরিদর্শক মো. রাজু মুন্সী বলেন, এটি একটি দুর্ঘটনা। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত হয়নি।
মোটরসাইকেলচালক এস.এম জাহিদুজ্জামান বলেন, চালানোর সময় চাকায় আগুনের বিষয়টি প্রথমে দেখতে পাইনি। পুরাতন মডেলের মোটরসাইকেল হওয়ায় অনেকক্ষণ ধরে চালানোর কারণে আগুন লাগতে পারে।