পটুয়াখালী সদর উপজেলার লোহালীয়া ইউনিয়নের কুরি পাইকা গ্রামে গতকাল সন্ধ্যা আনুমানিক ৬ ঘটিকার সময় এ হামলার ঘটনা ঘটে বলে আহতদের পরিবার জানায়। এ ঘটনায় গুরুতর আহত ফরিদা বেগম এবং তার মেয়ে বৃষ্টি আক্তার এবং ছেলে রবিউল হাওলাদার জানায় প্রতিবেশীদের সাথে তাদের দীর্ঘদিন যাবৎ জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই ধরিাবাহীকতায় গতকাল সন্ধ্যায় ফরিদার স্বামী মনিরুল হাওলাদার কাছের একটি বাজারে গেলে সেই সুযোগে সন্ত্রাসীরা জসিম খান, কালাম খান, সেকান্দার তাং, তাবারক হাওলাদার, মতি হাওলাদার,
মামুন হাওলাদার, আনো্য়ার হাওলাদার এবং অজুফা বেগমসহ অজ্ঞাতনামা ৫/৭জনের একটি দল মনিরুলের বাড়ীতে অতর্কিতে দেশীয় অস্র যেমন রামদা, দাও, লোহার রড় এবং বকাশের লাঠি নিয়ে হামলা চালায় এবং এ সময় মনিরুলের ঘরে ব্যাপক ভাংচুর চালায় এবং ঘরে জমি ক্রয়ের জন্য রক্ষিত ৯০,০০০/ টাকা এবং মেয়েদের গলায় হাতে কানে থাকা স্বর্ণের জিনিসগুলো ছিনিয়ে নিয়ে জায়, জার আনুমানিক বাজার মুল্য প্রায় দেড় লাখ টাকা। এ ছারাও ঘর ভাংচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করেন বলে ভুক্তভোগীর পরিবার জানায়। ঘটনার খবর পেয়ে পটুয়াখালী সদর থানার এস আই বিপুল হালদার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্বক্ষম হয় এবং ঘটনা স্থল থেকে জসিম ও তবারক নামে দুজনকে আটক করে থানায় নিয়ে আসলে এলাকার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়, এদিকে আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে হাসপাতালের সার্জারী ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ ঘটনায় মানিরুল ইসলাম বাদী হয়ে পটূয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করেণ যার নং ২৫০(৩) তারিখ ১৩ই জানুয়ারী। এদিকে আটককৃত আসামী জসিম এবং তবারককে আদালত জেল হাজতে প্রেররণ করেছেন। এ বিষয়ে মামলার বাদী মনিরুল বলেন প্রতিপক্ষ প্রতি বছরই তার নিজ ভেগদখলিয় সারে ১২ শতাংশ জমি জবরদখলের চেষ্টা করে এমনকি এবারও তারা সেই একই কাজ করেছে । এ ঘটনায় তার মেয়ে বৃষ্টি আক্তার বর্তমানে ইসহাক মডেল কলেজের প্রথম বর্ষের ছাত্রী তাকেও বেধরক পিটিয়েছে এবং ছেলে রবিউল কুড়ি পাইকা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র তাকেও বেধরক মারধর করা হয়েছে। এলাকাবাসী এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে কঠিনতম শাস্তির দাবী জানান, এবং ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য ন্যায় বিচারের প্রত্যাশা করেন, সেই সাথে পটুয়াখালী সদ;র থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম এবং এস আই বিপুল হারদারকে ধণ্যবাদ জানান।