বসুন্ধরা নুডলস নিবেদিত ‘অ্যাডভেঞ্জার অব সুন্দরবন’ প্রচারণায় টগি ফান ওয়ার্ল্ডে ক্যাম্পেইন করেছে চলচ্চিত্রটির একটি টিম। শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে নির্মাতা আবু রায়হান জুয়েল ও অভিনয় করা ১৪ শিশু শিল্পীসহ কলাকুশলীরা দর্শকদের ছবিটি দেখার আমন্ত্রণ জানান।
এ সময় টগি ফান ওয়ার্ল্ডে ঘুরতে আসা শিশুদের সঙ্গে বেশ কিছু সময় কাটান তারা।
ছবিতে আরও অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত জুটি পরীমণি ও সিয়াম আহমেদ।
ছবিটি মুক্তি পাবে ২০ জানুয়ারি।
যান্ত্রিক এ শহরের মানুষ যেন দিন দিন যন্ত্রে পরিণত হচ্ছে। বিশেষ করে পর্যাপ্ত খেলার জায়গার অভাব ও সুস্থ্য বিনোদনের অভাবে শিশুরা হচ্ছে গ্যাজেটমুখী। এ অবস্থাকে পাশ কাটিয়ে ২০ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে শিশুতোষ চলচ্চিত্র অ্যাডভেঞ্চার অব সুন্দরবন
সিনেমার আরেক অভিনেতা বলেন, এই চলচ্চিত্রের মধ্য দিয়ে শিশুরা পরিবেশ সম্পর্কে ধারনা পাবে। মুহম্মদ জাফর ইকবালের গল্প ‘রাতুলের রাত রাতুলের দিন অবলম্বনে নির্মিত অ্যাডভেঞ্চার অব সুন্দরবন চলচ্চিত্রের একটি নতুন দিক তৈরি করবে বলেও মনে করেন তিনি।
ছবির নির্মাতা জানান, দৃশ্য ধারণের সময় নানামুখী প্রতিবন্ধকতার মুখোমুখী হতে হয় তাদের।
সরকারি অনুদানপ্রাপ্ত এই ছবির চিত্রনাট্য লিখেছেন জাকারিয়া সৌখিন। প্রযোজনায় ছিল শট বাই শট এবং সহ-প্রযোজনায় ছিল বঙ্গ।