রাজধানীর গুলশান ১ নম্বরে গ্লোরিয়া জিন্স কফিস বাংলাদেশ নামে একটি রেস্টুরেন্টের সামনে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুজনকে আটক করেছে পুলিশ।
আজ রোববার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
গুলশান বিভাগের উপকমিশনার মো. আ. আহাদ বলেন, বিকেল ৪টার দিকে গ্লোরিয়া জিন্স নামক রেস্টুরেন্টের সামনে গোলাগুলির ঘটনা ঘটে। একজন আরেকজনকে গুলি করেছেন। এ ঘটনায় আমরা জড়িত দুজনকেই হেফাজতে নিয়েছি। তাদের আগ্নেয়াস্ত্রের বৈধতা, নাম-পরিচয় যাচাই করা হচ্ছে।
এ ব্যাপারে কথা হলে গুলশান বিভাগের এডিসি মাসুদুর রহমান মনির বলেন, আমরা প্রাথমিকভাবে জেনেছি দুপক্ষের কথা কাটাকাটির জের ধরে এই ঘটনা ঘটেছে। এতে গ্লোরিয়া জিন্স কফি হাউসের এক গ্রাহকসহ দুজন আহত হয়েছেন। দুজনেই গুলিবিদ্ধ হয়েছেন। তবে তর্কাতর্কির কারণ জানা যায়নি। এছাড়া কাদের মধ্যে গোলাগুলির ঘটনা তাও জানা যায়নি।