জনসম্মুখে ধূমপান বন্ধে কঠোর আইন করেছে উত্তর আমেরিকার দেশ মেক্সিকো। জনসম্মুখে ধূমপানে থাকছে সর্বাত্তক নিষেধাজ্ঞা। খবর বিবিসির।
২০০৮ সালে প্রণীত আইনে বার, রেস্তোরাঁ এবং কর্মস্থল ধূমপানমুক্ত রাখার নির্দেশনা ছিল।
এরপর ২০২১ সালে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন বন্ধ করতে আইন পাশ করে দেশটি। এবার সেই আইন আরও বর্ধিত করে সকল পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ করেছে মেক্সিকো।
এছাড়াও তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, প্রচার এবং পৃষ্ঠপোষকতার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে। নতুন এই আইনে দোকানের ভিতরেও সিগারেট প্রদর্শন করা যাবে না। এছাড়া ভেপ এবং ই সিগারেট ও এই আইনের অন্তর্ভুক্ত থাকবে।
মেক্সিকো সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ছে প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন। যদিও দুর্নীতি জর্জরিত পুলিশি ব্যাবস্থা কারণে অনেকেই আইনের প্রয়োগ নিয়ে সন্দিহান। তাদের মতে আইন বাস্তবায়নের পরিবর্তে ঘুষ নিতেই ব্যবহার করতে পুলিশ।