বিএনপি গত ১০ ডিসেম্বর শান্তিপূর্ণ সমাবেশ করতে পারায় যুক্তরাষ্ট্র সন্তোষ প্রকাশ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার (১৫ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র সেক্রেটারি ডোনাল্ড লু’র সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব বলেন তিনি। মন্ত্রী বলেন, র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার বিষয়টি জটিল প্রক্রিয়া। তবে প্রক্রিয়া মেনে এগোলে যুক্তরাষ্ট্র সেটা প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছে।
এর আগে, পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠককালে র্যাব মানবাধিকারের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করবে বলে আশা করেন লু। তিনি বলেন, র্যাবের কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি আছে।
এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, বুলেট নয়, ব্যালটের মাধ্যমেই ক্ষমতা হস্তান্তরে বিশ্বাস করে বাংলাদেশ। এর প্রেক্ষিতে লু বলেন কোথাও দুর্বলতা থাকলে তা সংশোধন করবে সরকার। জিএসপি উন্মুক্ত হলে বাংলাদেশই প্রথম পাবে বলেও আশ্বস্ত করেন লু।