ময়মনসিংহের মুক্তাগাছায় বড়া ভাই আক্তার আলীকে হত্যার দায়ে ছোট ভাই আকবর আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে দশ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
ময়মনসিংহ বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহাদত হোসেন রোববার (১৫ জানুয়ারি) দুপুরে এ রায় দেন।
আদালত সূত্রে জানা গেছে, মুক্তাগাছার জয়দা গ্রামের বড় ভাই মো. আক্তার আলী ও ছোট ভাই আকবর আলীর মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল।
২০১৬ সালের ৩১ জুলাই রাতে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে বড় ভাইয়ের ঘরে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আকবর। এতে গুরুতর আহত হন আক্তার আলী।
এ সময় আক্তার আলীর ছেলে মো. শফিকুল ইসলামের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। রক্তাক্ত অবস্থায় আক্তার আলীকে উদ্ধার করে মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে আকবরকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়।