বিশ্ব মন্দার মধ্যেও সময় উপযোগী পদক্ষেপ নেয়ার কারণে দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (১৫ জানুয়ারি) ব্যাংকারদের সংগঠন ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ- বিএবির নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, করোনার মধ্যে ব্যবসা-বাণিজ্য সচল রাখতে এর জন্য বিশেষ প্রণোদনা দেয় সরকার। যার সুফল পেয়েছেন সকল পেয়েছেন সকল স্তরের ব্যবসায়ীরা।
এসময় দেশের সকল মানুষের জন্য গৃহ নিশ্চিত করতে করতে আশ্রয়ণ – ২ প্রকল্পে প্রধানমন্ত্রীর যে উদ্যোগ তা সফল ১১৩ কোটি টাকার চেক হস্তান্তর করে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন। এসময় প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি এগিয়ে আসতে হবে সামর্থ্যবানদেরও।