কিশোরগঞ্জের কুলিয়ারচরে গত শনিবার একটি দাওয়াতে অংশ নেওয়ার পর অসুস্থ হয়ে পড়েছিলেন উপজেলা আওয়ামী লীগের তিন নেতা। এরই মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আজ সোমবার সকালে জেলার জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে একজন এবং ঢাকায় নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।
মারা যাওয়া দুজন হলেন—উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন ও জহির রায়হান।
ওই দাওয়াতে তাদের সঙ্গে থাকা কুলিয়ারচর পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমানও অসুস্থ হন। বর্তমানে ঢাকার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন তিনি।
উপজেলা আওয়ামী লীগে সভাপতি ইমতিয়াজ বিন মুছা আজ সোমবার গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
জানা গেছে, গত শনিবার রাতে উপজেলা আওয়ামী লীগের ওই তিন নেতা তাদের ঘনিষ্ঠ এক ব্যক্তির বাড়িতে অনুষ্ঠানে গিয়েছিলেন। রাতে ফেরার পর তিনজনই অসুস্থ হয়ে পড়েন। পরদিন রোববার সকালে হাবিবুর রহমানকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
এদিকে অবস্থার অবনতি হলে আজ সোমবার ভোরে গিয়াস ও জহিরকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে মৃত্যু হয় গিয়াসের। এর মধ্যে জহিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। সোমবার সকালে ঢাকায় নেওয়ার পথে তিনিও মারা যান।