দেশে অবৈধ হাজারেরও বেশি মানি এক্সচেঞ্জ চক্র রয়েছে যারা প্রতিদিন কোটি কোটি পাচার করছে বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ -সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া।
তিনি বলেন, এতে দেশে ডলার সংকটের বড় প্রভাব ফেলছে। এমন মানি এক্সচেঞ্জ চক্রের ১৪ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। বুধবার (১৮ জানুয়ারি) বেলা ১২টায় রাজধানীর মালিবাগ সিআইডি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি আরও জানান, গ্রেপ্তারদের কাছ থেকে এক কোটি ১১ লাখ ১৯ হাজার ৮২৬ টাকা সমমূল্যের ১৯টি দেশের বৈদেশিক মুদ্রাসহ সর্বমোট এক কোটি ৯৯ লাখ ৬১ হাজার ৩৭৬ টাকা জব্দ করা হয়েছে। তারা রাজধানীর বিভিন্ন এলাকায় নিজস্ব অফিস এবং ভাসমান যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই বৈদেশিক মুদ্রা কেনাবেচা করে আসছিলো।
সিআইডি প্রধান বলেন, বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে দেশে বৈধ মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান ২৩৫টি কিন্তু অবৈধভাবে প্লটিং ও দোকান ভাড়া নিয়ে ব্যবসা করছে অগণিত। এরা ফোনে ফোনে ও ম্যাসেজিং এর মাধ্যমে টাকা আদান প্রদান করে।
তিনি বলেন প্রতিদিন একটা প্রতিষ্ঠান থেকে ৭০ থেকে ৭৫ লাখ টাকা সমপরিমাণ ক্রয় বিক্রয় হচ্ছে এতে সারাদেশের অবৈধ প্রতিষ্ঠানের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে। এ পথ বেছে নেয়ার কারণ হিসেবে তিনি জানান, মানুষ একটু সহজলভ্যতার জন্য এই পথে ঝুঁকছে। দেশের ব্যাংক ও বৈধ মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলোর সুযোগ সুবিধা বাড়ানোর সাথে সাথে মানুষকে সচেতন হওয়ার আহবান জানান সিআইডি প্রধান। এতে দেশের ডলার সংকটও কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।