তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলো শহর ঘুরে দাঁড়াচ্ছে। প্রবাসী বাংলাদেশি অধ্যুসিত শহরটির এই ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সামনের কাতারে রয়েছেন বাংলাদেশিরা। বাফেলোতেই মারা গেছেন অনেকে। চলছে ক্ষয়ক্ষতির হিসাব নিকাষও।
অন্তত ৫০ হাজার বাংলাদেশি অধ্যুসিত শহরটিতে বড় দিনের পর গত ৩ সপ্তাহে বয়ে গেছে স্মরণকালের সবচেয়ে বড় তুষারঝড় সাইক্লোন বোম্ব। নিউ ইয়র্কের পর সবচেয়ে বেশি বাংলাদেশিদের বাস এই শহরে। তাই তুষারপাতের সময়টায় স্বজনদের উদ্বেগ উৎকণ্টায় কেটেছে এক একটি রাত দিন।
জরুরি পরিষেবার কর্মীরা তুষারের স্তুপের নিচে ও কয়েক ফুট উঁচু তুষার প্রবাহের নিচে আটকে পড়া গাড়িগুলো খুঁজে বের করা ও সেগুলোকে বরফের বাইরে আনা অব্যাহত রেখেছেন। নিহত কয়েকজনকে গাড়িতে হিমায়িত অবস্থায় পাওয়া যায়। অন্যদের খোলা জায়গায় তুষারের স্তুপের নিচে পাওয়া যায়।
বাফেলোসহ গোটা যুক্তরাষ্ট্রে ঝড়ের কারণে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন ১৮ লাখ মার্কিন নাগরিক। ঝড়ের পরে রেকর্ড পরিমাণ বৃষ্টি ও তুষারপাত হয়েছে আমেরিকায়। ১৯৭৭ সালের ঐতিহাসিক তুষার ঝড়ের পর এমন বিপর্যয় আর দেখা যায়নি বলেই মত দেন আবহাওয়াবিদরা।