জোর করে সরকার মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বুধবার (১৮ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের রক্তদান কর্মসূচি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
খন্দকার মোশাররফ বলেন, যেখানে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে, সেখানে বিএনপি সফল। বর্তমান ফ্যাসিস্ট সরকার জিয়া পরিবারকে ভয় পায়; তাই ইতিহাস বিকৃত করে।
গায়ের জোরে ক্ষমতায় থেকে মুক্তিযুদ্ধের চেতনা ভূলুণ্ঠিত করেছে।
তিনি বলেন, গণতন্ত্র ধ্বংস করে দেশের সব অর্জন শেষ করেছে সরকার। বিচার বিভাগের স্বাধীনতা নেই, দেশে আইনের শাসন নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের জীবন বিপর্যস্ত।