ভুক্তভোগী এক মেয়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে প্রতারক ও ভুয়া ম্যাজিস্ট্রেট রুবেল রানা ওরফে রুহানী রুবেলকে। রুবেল শুধু একটি মেয়ের সঙ্গেই নয়, প্রতারণা করেছেন অসংখ্য মেয়ের সঙ্গে। সম্প্রতি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি প্রধান) হারুন অর রশীদ এ তথ্য জানান। প্রতারকদের ফাঁদ থেকে বাঁচতে আরও সতর্ক হওয়ার পাশাপাশি লোভ সংবরণ করার পরামর্শ দিয়েছেন ডিবিপ্রধান।
হারুন অর রশীদ বলেন, ছেলে ম্যাজিস্ট্রেট এ ভেবেই পরিচয় হয় তাদের মধ্যে। পরে বন্ধুত্ব। খোঁজখবর নিয়ে মেয়েটি জানতে পারেন, আদৌও তিনি ম্যাজিস্ট্রেট নন বরং প্রতারক। ভেঙে যায় সম্পর্ক। প্রতিশোধপরায়ণ হয়ে মেয়েটির নামে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাঁটায় আপত্তিকর পোস্টার সে। রুবেল রানা ওরফে রুহানী রুবেল নামে ভুয়া সেই ম্যাজিস্ট্রেটকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে জানা গেছে অসংখ্য মেয়ের সঙ্গে প্রতারণা করেছে ছদ্মবেশী প্রতারক রুবেল।
তিনি বলেন, রুবেল মেয়েটিকে বিয়ে করার জন্য হুমকি-ধমকি দিচ্ছিল, এরপর মেয়েটি আমাদের কাছে অভিযোগ দেন, তারপর অভিযান করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রতারকদের ফাঁদ থেকে বাঁচতে আরও সতর্ক হওয়ার পাশাপাশি লোভ সংবরণের পরামর্শ দিয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, নরসিংদীর রায়পুরার রুবেল এলাকার অনেক চাকরিপ্রত্যাশীদের নিকট থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আত্মগোপনে ছিলেন। শুধু ম্যাজিস্ট্রেট নন, কখনও মন্ত্রী; এমপির পিএস, আবার কখনও নিজেকে গুরুত্বপূর্ণ পদধারী নেতা বলেও পরিচয় দিতেন রুবেল।
তিনি আরও বলেন, রুবেল আসলে ম্যাজিস্ট্রেট নয়, তার নামে রাজধানীর পল্লবী থানাতেও মামলা আছে। সেখানেও সে ফেসবুক আইডি খুলে বলেছে সে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, তাকে টাকা দিলে প্রাইমারি স্কুলে চাকরি দিয়ে দেবেন, এভাবেও সে প্রতারণা করে সাড়ে ৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। আমরা সব সময় সাবধান করে যাচ্ছি, তারপর মানুষজন এসব প্রতারককে যাচাই-বাছাই না করে টাকা দিয়ে যাচ্ছেন, আবারও বলছি টাকা দিয়ে চাকরি নেবেন না।