চট্টগ্রাম সীতাকুণ্ড থেকে বিশেষ কায়দায় জুতার ভেতর লুকিয়ে রাখা ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭০ লাখ টাকা। বুধবার (১৮ জানুয়ারি) সীতাকুণ্ড বাস স্ট্যান্ডের সামনে থেকে ওই স্বর্ণের বারসহ বসু পাল (৩৫) ও রতন পাল (৬০) নামের দুজনকে আটক করা হয়।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে সামনে আটক দুজনের গতিবিধি সন্দেহজনক মনে হলে ডিউটিরত অফিসার তাদের জিজ্ঞাসাবাদ করেন। এর একপর্যায়ে তাদের দেহ তল্লাশি করলে জুতার ভেতর বিশেষ কায়দায় রাখা ২০টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন ২ কেজি ৩৩২ দশমিক ১১ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭০ লাখ টাকা।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, সীতাকুণ্ড বাস স্ট্যান্ডের শ্যামলী কাউন্টারের সামনে থেকে ২০টি স্বর্ণের বারসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।