রোহিঙ্গা ইস্যুতে হিউম্যান রাইটস ওয়াচ এর প্রতিবেদন তথ্যবহুল নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রোহিঙ্গারা লোভে পড়ে অনেক কিছু ঘটাতে পারে বলে সতর্কও করেন তিনি।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বাংলা একাডেমিতে ঘাতক দালাল নির্মূল কমিটির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী শেষে সাংবাদিকদের কাছে এসব বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, রোহিঙ্গারা লোভে পড়ে যে কোনো কিছু ঘটাতে পারে।
তারা ইয়াবা ব্যবসাসহ প্রতিদিন অপরাধ ঘটাচ্ছে। রোহিঙ্গাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে হিমশিম খেতে হচ্ছে। তাই তাদের (হিউম্যান রাাইটস ওয়াচ) রোহিঙ্গা ক্যাম্প ঘুরে আরও তথ্য নিয়ে প্রতিবেদনটি করা উচিত ছিল।
চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাস্তাঘাট বন্ধ না করে, ভাঙচুর না করে বিরোধী পক্ষ শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবে। কিন্তু তাদের কর্মসূচিতে বাধা না দিয়েও তারা বক্তব্যে অসত্য প্রকাশ করছে।