১০০ বছরেরও আগে হওয়া হেনরি জিগল্যান্ডের মৃত্যু শতাব্দীর অন্যতম দুর্ভাগ্যজনক এবং অবিশ্বাস্য মৃত্যু বলেও মনে করেন অনেকে। ১৯০৫ সালের ঘটনা। টেক্সাসের হানি গ্রোভ শহরের কৃষক হেনরি তার প্রেমিকা মেইসি টিকনোর সঙ্গে সম্পর্কচ্ছেদ করেন। মেইসিকে স্পষ্ট করে হেনরি জানিয়ে দেন, এই সম্পর্ক থেকে তিনি বেরিয়ে যেতে চান।
তবে হেনরির এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি মেইসি। প্রেম হারানোর দুঃখ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন।
বোনকে হারিয়ে হেনরির উপর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠেন মেইসির ভাই। মেইসির আত্মহত্যার প্রতিশোধ নিতে হেনরিকে প্রাণে মেরে ফেলার সিদ্ধান্ত নেন তিনি। মেইসির মৃত্যুর পর হঠাৎই একদিন হেনরির বাড়ির সামনে উপস্থিত হয়ে হেনরিকে গুলি করেন তিনি। এরপর নিজেও করেন আত্মহত্যা। তবে গুলিটি হেনরির শরীর ছুয়ে বেরিয়ে গিয়ে একটি গাছে লাগে।
এর পরের ঘটনা ২০ বছর পরের অর্থাৎ, ১৯২৫ সালের। হেনরি সিদ্ধান্ত নেন তার জমির কিছু গাছ কেটে ফেলবেন। তবে একটি গাছ অনেক মোটা হওয়া কাটতে সমস্যা হচ্ছিল তার। তখন গাছে ছোট গর্ত করে তাতে ডায়নামাইট ভরে দেন। পরিকল্পনা অনুযায়ী বিস্ফোরন ঘটে ডায়নামাইটে। টুকরো টুকরো হয়ে যায় গাছটি। সেই বিস্ফোরণে গাছে আটকে থাকা ২০ বছর আগের গুলিটি গিয়ে লাগে তার মাথায়। সঙ্গে সঙ্গে মৃত্যু হয় তার।
হেনরির করুণ পরিণতি স্থানীয় সংবাদপত্রে জায়গা পেয়েছিল। এর পর ধীরে ধীরে হেনরির দুর্ভাগ্যজনক মৃত্যুর খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। অনেকেই এই ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ঘটনার সত্যতা নিয়ে অনেক প্রশ্ন থাকলেও কেউ সেই ঘটনাকে মিথ্যা বলেও প্রমাণ করতে পারেননি।
সূত্র: ল্যাডবাইবেল।