স্পেনে এক নারীকে যৌন নিপীড়নের দায়ে গ্রেপ্তার হয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার দানি আলভেজ। শুক্রবার বার্সেলোনা পুলিশের হাতে আটক হন আলভেজ।
অ্যাসোসিয়েটেড প্রেস(এপি) কে পুলিশ জানিয়েছে, গত ৩১ ডিসেম্বর নাইট ক্লাবে এক নারীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে আলভেজের বিরুদ্ধে। ওই নারীর অভিযোগ বার্সেলোনার একটি নৈশ ক্লাবে আলভেজ তার শরীরের স্পর্শকাতর অংশে হাত দিয়েছিলেন।
গ্রেপ্তার হওয়ায় আলভেজকে আদালত মাড়াতে হচ্ছে। বিচারকের সামনে তোলা হবে প্রায় ৯ বছর বার্সেলোনায় থাকা এই ফুটবলারকে। সেখানেই নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত।
স্পেনে যৌন নির্যাতনের অভিযোগের অর্থ অযাচিত এবং অবাঞ্ছিত যৌনতা থেকে শুরু করে ধর্ষণ পর্যন্ত যেকোনো কিছু হতে পারে। পুলিশ জানিয়েছে, মামলার বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেনি তারা।
ব্রাজিলের হয়ে ২০২২ বিশ্বকাপেও খেলেছেন আলভেজ। সাফল্যের দিক থেকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার ধরা হয় এই রাইটব্যাককে। বার্সেলোনা, জুভেন্টাস এবং পিএসজিসহ বেশ কয়েকটি অভিজাত ক্লাবে দীর্ঘদিন খেলেছেন তিনি। আলভেজ বর্তমানে মেক্সিকান ক্লাব পুমাসে খেলেন।