পটুয়াখালীর গলাচিপায় জমিসংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহতের ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ২০ মার্চ সকাল ৮টার দিকে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গ্রামর্দ্দন গ্রামে।
আহতরা হলেন ওই গ্রামের মো. ফজলু সরদার (৪৫), ছেলে মো. মাসুদ রানা (১৮) ও মেয়ে মোসা. রিয়া মনি (১৬)। এ ঘটনায় আহত ফজলু সরদারের বোন ফাতেমা বেগম (৪৭) বাদী হয়ে গত ২২ মার্চ গলাচিপা থানায় একই এলাকার মৃত হাতেম আলী সরদারের দুই ছেলে জাবেদ সরদার (৩০) ও ইমরান সরদার (২৫), মৃত আলতাফ হাওলাদারের ছেলে রফিক হাওলাদার (৫০), মৃত হাতেম আলী সরদারের স্ত্রী সাহেরা বেগমকে (৪০) আসামি করে একটি মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, জমিজমার বিভিন্ন বিষয়াদী নিয়ে বিবাদীদের সাথে বাদীপক্ষের দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। ঘটনার দিন গত ২০ মার্চ সকাল ৮টার দিকে মামলার বাদী ফাতেমা বেগমের পিতা মৃত আ. রশিদ সরদারের বসত বাড়ির পূর্ব পার্শ্বে ফজলু সরদারের ভোগদখলীয় জমিতে অনধিকার প্রবেশ করে পূর্ব পরিকল্পিতভাবে জাবেদ সরদার, ইমরান সরদার, রফিক হাওলাদার, সাহেরা বেগম দেশীয় ধারালো দা ও লাঠিসোটা দিয়ে হামলা চালায়। হামলায় মাথায় ধারালো দা এর কোপে ফজলু সরদার গুরুতর আহত হন। এ সময় মাসুদ রানা ও রিয়া মনিও লাঠিসোটার আঘাতে আহত হন।
আহতদের ডাকচিৎকারে এলাকাবাসী এসে পড়লে হামলাকারীরা খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। এলাকাবাসী আহতদেরকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত ফজলু সরদারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
মামলার বাদী ফাতেমা বেগম বলেন, ‘জাবেদ সরদার ও ইমরান সরদার গায়ের জোরে আমার বাব দাদার রেকর্ডীয় পৈত্রিক সম্পত্তি ভোগ করতে চায়। এতে বাধা দিলে ওরা আমার ভাই ফজলু সরদারকে বিভিন্ন সময়ে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনা নিয়ে গত ২০ মার্চ সকালে ওরা আমার ভাই ফজলু সরদারকে ধারালো দা দিয়ে কুপিয়েছে। ওই সময় আমার ভাইর ছেলে মাসুদ রানা ও ভাইর মেয়ে রিয়া মনিকেও ওরা লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।