চার দেশের সরকার প্রধান আসবেন ঢাকায়
জাতির জনকের জন্মশতবার্ষিকীর ১০ দিনের অনুষ্ঠানে এখন পর্যন্ত ভারতসহ চারটি দেশের রাষ্ট্রপ্রধানের ঢাকা সফর নিশ্চিত হয়েছে। সচিবালয়ে এ সংক্রান্ত এক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিদেশি অতিথিদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে কোনও ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হবে না বলেই তাদের প্রত্যাশা।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠকে বসে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গঠিত নিরাপত্তা বিষয়ক উপকমিটি।
বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে ১০দিন ব্যাপি অনুষ্ঠানের আয়োজন, বিশিষ্ট ব্যক্তি ও দেশি-বিদেশী অতিথিদের নিরাপত্তার বিষয়টি গণমাধ্যমকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
অনুষ্ঠানে এখন পর্যন্ত ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও মালদ্বীপের রাষ্ট্রপ্রধানদের আসার কথা নিশ্চিত হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
জন্মশতবার্ষিকী অনুষ্ঠানের মুখ্য সমন্বয়ক বলেন, স্বাস্থ্যবিধির বিষয়টি বিবেচনায় বাধ্যতামূলক করা হচ্ছে অংশগ্রহনকারিদের কোভিড-১৯ নেগেটিভ সনদ।
১৭ থেকে ২৬ মার্চ, ১০ দিনের চার দিন সশরীরে উপস্থিত থাকবেন অতিথিরা। বাকি ছয় দিন অনেক দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান যুক্ত হবেন ভার্চুয়ালি।