র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই ডাকাত, সস্ত্রাসী চাদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও প্রতারকচক্রসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমরে ধারাবাহিকতায় এ ধরণের অপরাধ নিয়ন্ত্রণে র্যাব ইতিমধ্যেই সফলতা অর্জনে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল ০৪/০৮/২০২০ইং তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনার সদর থানাধীন জাকিরতবক এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ, মানব পাচার, অস্ত্র, ডাকাতি, দস্যুতা, দাঙ্গাবাজি ও চাদাবাজি সহ ডজন খানেক মামলার আসামী শীর্ষ স্ত্রাসী মাঃ আব্দুল@নাকবাচা হালিম@আলিম (৪৩), পিতা- মোঃ আলতাব হোসেন চকিদার, সাং- জাকিরতবক, থানা-সদর, জেলা-বরগুনাকে আটক করে। এসময় আটককৃত আসামীর স্বীকারাক্তিমতে তার বসত ঘর তল্লাশি কর ০১ টি বিদশী পিস্তল ও ২ রাউন্ড গুলি, ০১ টি ওয়ান শুটার গান ও ০২ রাউন্ড কার্তুজ এবং ২৫ পিচ ইয়াবা জব্দ করা হয়। আটককৃত শীর্ষ সস্ত্রাসী মোঃ আব্দুল@নাকবাচা হালিম@আলিম@ (৪৩) এর বিরুদ্ধে মাদক, ধর্ষণ, মানব পাচার, অস্ত্র, ডাকাতি, দস্যুতা, দাঙ্গাবাজি, চাদাবাজি ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা সহ ডজন খানেক মামলা রয়েছে। আটককৃত শীর্ষ সস্ত্রাসী মোঃআব্দুল@নাকবাচা হালিম@আলিম@(৪৩)কে বরগুনা সদর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।