নওগাঁর মান্দায় নৌকা ডুবে আব্দুল মজিদ (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছোট ভাই রইজ উদ্দিন (৫৫) নিখোঁজ রয়েছেন। আজ বুধবার দুপুর ২টায় উপজেলার কালিকাপুর ইউনিয়নের চককসবা বিলে এ দুর্ঘটনা ঘটে।
আবদুল মজিদ উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের চকদেবীরাম গ্রামের শরবতুল্যা ছেলে।
স্থানীয়রা জানান, আজ বুধবার দুপুর ২টায় চকদেবীরাম গ্ৰামের কয়েকজন মিলে নৌকাবাইচ প্রতিযোগিতা দেখার জন্য রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের বাতাসপুর যাচ্ছিলেন। এ সময় চককসবা বিলে পৌঁছালে ঝড়ের কবলে পড়ে ডিঙি নৌকাটি ডুবে যায়।
এ সময় স্থানীয় লোকজন কয়েকজনকে উদ্ধার করলেও আব্দুল মজিদ ও রইজ উদ্দিন পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা আব্দুল মজিদ লাশ উদ্ধার করলেও রইজকে এখনও খুঁজে পাওয়া যায় নাই।
এ রিপোর্ট লেখা পর্যন্ত রইছ উদ্দিনের লাশ উদ্ধারের জন্য মান্দা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। এছাড়াও রাজশাহী ফায়ার সার্ভিসের আরেকটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গেছে।
বিষয়টি মান্দা থানার পরিদর্শক (তদন্ত) তারেকুর রহমান সরকার বিষয়টি নিশ্চিত করেন বলেন, আব্দুল মজিদ নামে একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও নিখোঁজ রইছ উদ্দিনের মরদেহ উদ্ধারে কাজ চলছে।