নোয়াখালীর চাটখিলে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১২ আগস্ট) দুপুরে চাটখিল পৌরসভার ২নং ওয়ার্ডের সুন্দরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুরা হলো- হুমায়রা (৪) ও মাজেদ (৬)। তারা স্থানীয় তারাখাঁর বাড়ির থাকতো।
হুমায়রা চাটখিল পৌরসভার ২নং ওয়ার্ডের তারখাঁর বাড়ির হাফিজ আহমেদের মেয়ে এবং মাজেদ একই বাড়ির গুলজার হোসেনের ছেলে। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন।
স্থানীয় লোকজন জানান, দুপুরের দিকে হুমায়রা ও মাজেদ খেলতে গিয়ে ঘরের পাশের একটি পুকুরে ডুবে যায়। পুকুরে প্রথমে মাজেদের মরদেহ ভেসে উঠে। এক পর্যায়ে ওই পুকুর থেকে হুমায়রার অচেতন দেহও উদ্ধার করা হয়।
পরে স্বজনরা অচেতন অবস্থায় শিশু দুটিকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।