December 23, 2024, 7:50 pm

জাতীয় ফুটবল দলের ক্যাম্প স্থগিত

অনলাইন ডেস্ক
  • Update Time : Wednesday, August 12, 2020,
  • 101 Time View

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আবাসিক ক্যাম্প বৃহস্পতিবার (১৩ আগস্ট) থেকে স্থগিত করা হয়েছে। এশিয়া অঞ্চলের কাতার ২০২২ বিশ্বকাপ ও এশিয়ান কাপ ২০২৩ বাছাইপর্বের ম্যাচ করোনাভাইরাসের কারণে ফের পিছিয়ে গেছে।

এ বছর আর হচ্ছেই না এই ম্যাচগুলো। আর এ কারণেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এমন সিদ্ধান্ত নিয়েছে।

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বুধবার (১২ আগস্ট) সাংবাদিকদের এ কথা জানান।

তিনি জানান, ফুটবলার ও কর্মকর্তাসহ ৩৬ জনের আবারও  করোনা পরীক্ষা করানো হয়েছে যাদের মধ্যে ৭ জন করোনা পজিটিভ। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে।

বাফুফের সাধারণ সম্পাদক বলেন, কোভিড-১৯ সংক্রান্ত পরিস্থিতির কারণে আন্তর্জাতিক ভ্রমণের বিধিনিষেধসহ ফ্লাইট জটিলতার কারণে ফিফার অনুমোদনক্রমে ‘ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২, কোয়ালিফায়ার্স’ এবং ‘এএফসি এশিয়ান কাপ চায়না ২০২৩, কোয়ালিফায়ার্স প্রিলিমিনারি জয়েন্ট কোয়ালিফিকেশন রাউন্ড-২’ এর আগামী অক্টোবর ও নভেম্বর ২০২০ এর ম্যাচসমূহ স্থগিত করে আগামী ২০২১ সালে আয়োজন করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হয়েছে।

এ প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের চলমান আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প আগামীকাল (১৩ আগস্ট) হতে স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কোভিড-১৯ আক্রান্ত খেলোয়াড়দের বাফুফের তত্ত্বাবধানে চিকিৎসার ব্যবস্থা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71