পটু্য়াখালীর গলাচিপায় পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত প্রোসপারিটি স্বাস্থ্য বিধি মেনে প্রকল্পের স্টাফদের পেপিট বাস্তবায়নের দক্ষতা বৃদ্ধির তিনদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের হলরুমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণের প্রথম দিনের উদ্বোধনী অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী অানিচুর রহমান। এসময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আল মামুন তালুকদার, পিসি প্রসপারিটি প্রকল্প কোডেক, মোঃ তারিকুর রহমান, পিসি প্রোসপারিটি প্রকল্প, সংস্থার পটুয়াখালী এরিয়ার এরিয়া সমন্বয়কারী মোঃ আসাদুজ্জামান, প্রকল্পের টেকনিক্যাল অফিসার, সহকারী টেকনিক্যাল অফিসার, ডাটা কালেকটর,সুপারভাইজার, ইউনিট ম্যানেজার। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ শরিফুল ইসলাম, টেকনিক্যাল অফিসার – সিএম, প্রোসপারিটি প্রকল্প, ওয়েভ ফাউন্ডেশন প্রমুখ।