গলাচিপায় উপজেলা পরিষদ চেয়ারম্যান হয়েও সাধারন মানুষের মত জীবন যাপন করেন মো. শাহিন শাহ। এদেশে আমরা অনেক মানুষকে প্রতিনিয়ত দেখেছি কিংবা দেখছি যারা বাহবা কুড়ানোর জন্য নতুবা স্বীকৃতি আদায়ের জন্য লোক দেখানো কাজ করে থাকেন। ডানে বামে চোখ রাখলেই এ ধরনের মানুষের অভাব হবে না। আবার এমনও অনেকে আছেন যারা সরকারি-বেসরকারি স্বীকৃতির কথা মাথায়ও রাখেন না। তারা সমাজ তথা দেশের মানুষের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। মানুষকে ভালো ও নিরাপদে রাখার অহর্নিশ চেষ্টা করেই তারা সুখ অনুভব করেন। কিছু পাওয়ার আশায় নয়, বরং তাদের সার্বক্ষণিক চিন্তা থাকে সাধারণ মানুষের জন্য ভালো কিছু করার। তবে এ ধরনের মানুষের সংখ্যা দেশে ক্রমেই কমছে বলা চলে। অধিকাংশ শ্রেণি-পেশার মানুষের মগজে নিজের স্বার্থ এবং আখের গোছানোই যেখানে কাজ করে বেশি, সেখানে ভালো কাজ করা মানুষের সংখ্যা হ্রাস পাওয়াটা অনেকটা স্বাভাবিক। উপরের কোনটিই এই লোকটির বেলায় প্রযোজ্য নয়। নেই অপ্রয়োজনীয় আড়ম্বরপূর্ন জৌলুশতা। আজ এমন একজন মানুষের কথা তুলে ধরতে চাই, যিনি সত্যিকার অর্থে গলাচিপা উপজেলাকে শতভাগ ডিজিটাল হিসেবে গড়ে তোলার জন্য দিনভর কাজ করে যাচ্ছেন। করোনার ভয়াল থাবাও তাকে জনগন থেকে একটু বিচ্যুত করতে পারেনি। মরনঘাতি ভাইরাসের কবল থেকে এলাকাবাসীকে রক্ষার জন্য নির্ভয়ে কাজ করেছেন। করোনা প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পরা মানুষদের সহয়তা করেছেন, বিভিন্ন সতেচনতামূলক কাজ করেছেন, সকলের সাথে বিনয়ী আচরন করে উপজেলাবাসীর হৃদয়ের মনি কোঠায় স্থান করে নিয়েছেন মো. শাহিন শাহ।