পটুয়াখালীর গলাচিপায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এমপি মহোদয়ের অর্থায়নে মাস্ক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সন্তোষ কুমার দে, সহ-সভাপতি হাজি মজিবুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন শাহ। শাহিন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালন করার লক্ষ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রতিটি ইউনিয়নে মাস্ক বিতরন করা হয়েছে।