আজ ১৫ আগস্ট। স্বাধীন বাংলাদেশের স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিনাজপুরে স্বাস্থ্যবিধি মেনে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে দিবসটি।
শনিবার (১৫ আগস্ট) সকাল ৮টার দিকে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমেই জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করেন। এরপর জেলা প্রশাসক মাহমুদুল আলম, পুলিশ সুপার আনোয়ার হোসেন, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন।