December 24, 2024, 3:11 am

ধোনরি অবসরে কোহলরি আবগেঘন টুইট।

অনলাইন ডেস্ক
  • Update Time : Sunday, August 16, 2020,
  • 101 Time View

ভারতরে সাবকে অধনিায়ক মহন্দ্রে সং ধোনি আর্ন্তজাতকি ক্রকিটে থকেে অবসররে ঘোষণা দয়িছেনে। তার অবসরে ক্রকিটে বশ্বিরে বড় বড় তারকা থকেে শুরু করে কোচ, সংগঠক, সাবকে সহর্কমীরা সবাই লখিছনে। করছনে নানা রকম স্মৃতচিারণ। তার অবসর সময়রে জন্য শুভ কামনাও জানয়িছেনে অনকেইে। ব্যতক্রিম নন ভারতরে র্বতমান অধনিায়ক বরিাট কোহলওি।

সামাজকি যোগাযোগ মাধ্যম টুইটারে এক আবগেঘন টুইট করছেনে তনি। ধোনরি সঙ্গে তার দুটি ছবি দয়িে কোহলি লখিছেনে, ‘প্রত্যকে ক্রকিটোরকইে একদনি তার যাত্রা শষে করতে হয়। কন্তিু যখন খুব কাছরে কউে অবসর নওেয়ার ঘোষণা দয়ে, তখন আবগেটা বশেি বোঝা যায়। আপনি দশেরে জন্য যা করছেনে সটো সব সময় সবাই মনে রাখব।

তনিি আরো লখিছেনে, ‘কন্তিু আপনার সঙ্গে আমার যে বোঝাপোড়া, যে সম্মান ও উষ্ণতা আমি আপনার কাছ থকেে পয়েছেি সটো আমার আজীবন মনে থাকব।বশ্বি হয়তো আপনার র্অজনগুলো দখেছে।ে আমি দখেছেি আপনাক। সব কছিুর জন্য ধন্যবাদ অধনিায়ক। আপনাকে টুপি খোলা স্যালুট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71