পটুয়াখালীর গলাচিপায় ইজি বাইকের চাপায় মো. ইমন মীর (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৬ আগস্ট) বেলা আনুমানিক সাড়ে ১১ টার দিকে উপজেলার গলাচিপা-পটুয়াখালী সড়কে আমখোলা ইউনিয়ন পরিষদের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। মো. ইমন মীর হচ্ছেন গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সেকান্দার মীরের ছেলে। সে আমখোলা হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র ছিল। ওই স্থানের বাবুল বয়াতী জানান, ইজি বাইকটি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাওয়ার পথে মো. ইমন মীর রাস্তার এপাশ থেকে ওপাশে রওয়ানা হলে হঠাৎ ইজি বাইকটির সামনে পড়লে এ দুর্ঘটনা ঘটলে ঘটনাস্থলে শিশুটি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. ইমন মীরকে মৃত ঘোষণা করে। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় এলাকাবাসীর সহায়তায় গাড়িটি আটক করা গেলেও চালক পলাতক রয়েছেন। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।