চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাই পার্থপাল (১০) ও প্রত্যয়পাল (৫) এর মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছে, সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের পালপাড়া গ্রামের পরিমল পালের ছেলে।
সোমবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফ্ফর হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, বেলা সাড়ে ১১টার দিকে পরিমল পালের ছেলে পার্থপাল ফ্যানের সুই দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে তার ছোট ভাই প্রত্যয়পাল বাঁচাতে যায়। এসময় দু’জনই বিদ্যুৎস্পৃষ্ট হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।