গত ৮ জুন মালাডের বহুতল এক ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করেন দিশা সালিয়ান। ওই ঘটনার ৫ দিন পর ব্যান্দ্রায় নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত। দিশা এবং সুশান্তের মৃত্যুর পর থেকেই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মানুষের মনে।
প্রাক্তন ম্যানেজারের আত্মহত্যার সঙ্গে সুশান্তের মৃত্যুর কোনও যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে উঠতে শুরু করে বিভিন্ন ধরনের প্রশ্ন। যার উত্তর এখনও মেলেনি।
যদিও বারবার দিশার পরিবার দাবি করে আসছ, তাঁদের মেয়ের মৃত্যুর সঙ্গে সুশান্তের আত্মহত্যার কোনও সূত্র নেই। বিষয়টি নিয়ে যখন গোটা দেশ জুড়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে, সেই সময় প্রকাশ্যে আসে দিশার সঙ্গে সুশান্তের কথপোকথনের বেশ কিছু অংশ।
যেখানে হোয়াটস অ্যাপ চ্যাটের মাধ্যমে দিশার সঙ্গে সুশান্তের কথা হয়। এমনকী, খুব শিগগিরই তাঁরা নতুন প্রজেক্টে একসঙ্গে কাজ শুরু করবেন বলেও ওই চ্যাটের মাধ্যমে প্রকাশ পায়।
এদিকে সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানকে তিনি চেনেন না বলে দাবি করেন সূরজ পাঞ্চোলি। তাঁর সঙ্গে দিশার নাম জড়িয়ে যে খবর প্রকাশ করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যে বলেও দাবি করেন আদিত্য পাঞ্চোলির ছেলে।
এমনকী, সোশ্যাল মিডিয়ায় যাঁরা তাঁর বিরুদ্ধে প্রচার শুরু করেছেন, তাঁদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেওয়ার জন্যেও থানায় অভিযোগ দায়ের করেন সূরজ পাঞ্চোলি। পাশাপাশি সুশান্তর মৃত্যুর সিবিআই তদন্ত চেয়ে সামাজিক মাধ্যমে সরব হতেও দেখা যায় সূরজ পাঞ্চোলিকে।