র্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, পটুয়াখারী এর যৌথ উদ্যোগে অদ্য ১৮/০৮/২০২০ইং তারিখ দুপুর আনুমানিক ১১.৩০ ঘটিকার সময় পটুয়াখালী জেলার সদর থানার হেতালিয়া বাঁধঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা এবং পন্যের উপর মেয়াদ উত্তীর্ণ এর তারিখ না থাকার অপরাধে, ১। মেসার্স সিকদার ফার্মেসী মোঃ সাইফুর রহমান (৪২), পিতা-মৃত আব্দুর বর সিকদার, সাং-পূর্ব হেতালিয়া, থানা- সদর, জেলা-পটুয়াখালীকে ৪,০০০/- টাকা এবং ২।
নিউ রাফি ফার্মেসী মোঃ পটুয়াখালীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় কারী দেশসাইফুল ইসলাম (৩৫), পিতা-মৃত মোঃ রফিকুল ইসলাম, সাং-পূর্ব হেতালিয়া, থানা-সদর, জেলা-পটুয়াখালীকে ৬০০০/- টাকা সহ সর্বমোট ১০,০০০/- টাকা জরিমানা প্রদান করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের সহকারী পরিচালক, জনাব মোহাম্মদ সেলিম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, পটুয়াখালী, ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৭/৫১ ধারা মোতাবেক অর্থদন্ড প্রদান করেন। আরো পড়ুন সংবাদ র্যাব-৮,আরো পড়ুন সংবাদ র্যাব-৮,
এদিকে মিডিয়াকর্মীদের এক প্রশ্নের জবাবে র্যাবের কোম্পানি কমান্ডার বলেন, ঔষধ প্রতিটি মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু আর সেই বিষয় নিয়ে কেউ অপরাধ করলে, বাংলাদেশের, র্যাব, চুল পরিমান ছাড় দিবেনা প্রতিটি অপরাধীকে আইনের আওতায় আনা হবে।
আরো পড়ুন সংবাদ র্যাব-৮,সংবাদ র্যাব-৮,
এমনটি জানান মিডিয়াকর্মীদের র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার। এসময় তিনি সকল শ্রেণীর মানুষের কাছে বিভিন্ন প্রকারের অনিয়মের তথ্য দিয়ে রেপ কে সহযোগিতা করার অনুরোধ করেন।
তবে এদিকে এলাকার একাধিক সাধারন মানুষ এই অভিযান কে সাধুবাদ জানিয়েছেন অনুরোধ করেছেনঃ এরকম অভিযান নিয়মিত যেন করা হয়