December 24, 2024, 5:41 pm

বাদ অপু বিশ্বাস, আশীর্বাদে মাহিয়া মাহি

অনলাইন ডেস্ক
  • Update Time : Thursday, August 20, 2020,
  • 100 Time View

গণমাধ্য‌মে বড় বড় অক্ষ‌রে লেখা আশীর্বাদ সি‌নেমায় চু‌ক্তিবদ্ধ অপু বিশ্বাস। কিন্তু এক‌দিন পরই সংবাদমাধ্য‌মে জানা গে‌লো, চুক্তিবদ্ধ হওয়া সি‌নেমা থেকে স‌রে দাঁ‌ড়ি‌য়ে‌ছেন তি‌নি। নতুন খবর হলো এবার সেই ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন নায়িকা মাহিয়া মাহি।

চলতি অর্থবছরে সিনেমাটি সরকারি অনুদান পেয়েছে। এতে মাহির সাথে জুটি বেঁধে অভিনয় করবেন চিত্রনায়ক রোশান। ‘আশীর্বাদ’ নামে ছবিটি পরিচালনা করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। সিনেমাটি প্রযোজনার পাশাপাশি কাহিনি ও চিত্রনাট্য রচনা করেছেন জেনিফার ফেরদৌস।

অপু বিশ্বাস কে‌নো স‌রে গে‌লেন? এমন প্র‌শ্নে নিউজ টোয়েন্টিফোরকে প্র‌যোজক জে‌নিফার ফের‌দৌস অ‌ভি‌যো‌গের তীর ছোঁ‌ড়েন। ব‌লেন অপু বিশ্বাস স‌রে যান‌নি বরং অপু বিশ্বাস‌কে আশীর্বাদ থে‌কে বাদ দেয়া হ‌য়ে‌ছে। অপু বিশ্বাসের বদ‌লে কে‌নো মা‌হিয়া মা‌হি এমন প্র‌শ্নে তিনি জানান, চু‌ক্তি স্বাক্ষ‌রের দিন একজন ফ‌টোগ্রাফার নি‌য়ে আ‌সেন অপু বিশ্বাস। সেই  ফ‌টোগ্রাফা‌রের ধারণ করা চু‌ক্তি স্বাক্ষ‌র অনুষ্ঠা‌নের ছ‌বি এবং ভি‌ডিও অপু বিশ্বাস সামা‌জিক যোগা‌যোগ মাধ্য‌মে প্রকাশ ক‌রেন, যা নি‌ষেধ ছি‌লো প্র‌যোজ‌কের পক্ষ থে‌কে। এরপর প্রযোজক তা স‌রি‌য়ে নি‌তে অনু‌রোধ ক‌রেন। কিন্তু অপু তা শো‌নেননি বরং এ বিষয়‌টি নি‌য়ে না‌য়িকা এবং প্র‌যোজ‌কের ম‌ধ্যে কথা কাটাকা‌টি হয়। এরপর আল‌টি‌মেটাম দেবার পরও ছ‌বি এবং ভি‌ডিও সরাননি অপু বিশ্বাস। অপুর এমন অ‌পেশাদা‌রি‌ত্বের আচর‌ণে প‌রিচাল‌কের সা‌থে সিদ্ধান্ত নি‌য়ে অপু বিশ্বাস‌কে বাদ দেয়া হয়।

এ‌দি‌কে, ভিন্ন সু‌রে কথা ব‌লেন অপু বিশ্বাস। আশীর্বাদ থে‌কে অপু বিশ্বা‌সের স‌রে যাওয়া নি‌য়ে জান‌তে চাই‌লে অপু ‌বিশ্বাস জানান, করোনায় এখনো প্রতিদিন প্রাণ হারাচ্ছে মানুষ। আমার মা বিষয়টি নিয়ে চিন্তিত। তাই এই মাসেই সিনেমার কাজ শুরু করতে দিতে চাচ্ছেন না। আমিও একটু ভাবছি, কারণ কাজ করে বাসায় ফিরে সন্তান ও মায়ের সঙ্গে দেখা করতে হবে। এদিকে ‘আশীর্বাদ’ সিনেমার কাজ শুরু হবে এই মাসেই। তাই এই সিনেমার কাজ ছেড়ে দিতে হচ্ছে।

এ‌দি‌কে, জে‌নিফার ফের‌দৌস তার অনুদা‌নের সি‌নেমা  আশীর্বাদ’ ছবিতে প্রধান নারী চ‌রিত্র সুবর্ণার জন্য নতুন ক‌রে চু‌ক্তিবদ্ধ করি‌য়ে‌ছেন মাহিয়া মাহিকে। প্র‌যোজক ব‌লেন, আশা করছি মাহির সঙ্গে আমাদের কাজের দারুণ অভিজ্ঞতা হবে। এবং এই ছবিতে মাহির বিপরীতে রোশানকে চূড়ান্ত করেছি। দর্শকরা প্রথমবার পর্দায় এক সাথে রোশান-মাহি জুটিকে দেখতে পাবে।

চু‌ক্তিবদ্ধ হওয়া সি‌নেমা আশীর্বাদ সম্প‌র্কে মাহিয়া মাহি জানান, ‘মুক্তিযুদ্ধভিত্তিক এই ছবির সুবর্ণা চরিত্রটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীর চরিত্র। মুক্তিযুদ্ধের আগের উত্তাল রাজনীতি এবং মুক্তিযুদ্ধের পটভূমি নিয়ে ছবিটি নির্মাণ করা হচ্ছে। এমন এক‌টি চরিত্রে থাকতে পেরে উচ্ছ্বসিত আ‌মি। আমি জেনিফার ফেরদৌস আপু এবং মানিক ভাইকে ধন্যবাদ দিতে চাই তাঁরা আমাকে এমন একটি চরিত্রের জন্য নির্বাচন করেছেন।’

পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘আমরা এখন পর্যন্ত নায়ক ও নায়িকা চূড়ান্ত করেছি। বাকি অভিনয় শিল্পীদের নাম খুব শিগগিরই ঘোষণা করা হবে।’ এদিকে ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। আগামী মাসের প্রথম সপ্তাহেই এর শুটিং শুরু হবে বলে প্রযোজনা সংস্থা থেকে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71