অভিনেতা-অভিনেত্রীদের সিনেমা পরিচালনার বিষয়টি নতুন বিষয় নয়। এবার সে খাতায় নাম লেখাচ্ছেন কাজী মারুফ। সিনেমার কাজটির জন্য খুব শিগগিরই দেশে ফিরছেন যুক্তরাষ্ট্র প্রবাসী মারুফ।
খবরটি নিশ্চিত করেছেন গল্পকার আব্দুল্লাহ জহির বাবু।
সিনেমা পরিচালনা প্রসঙ্গে মারুফ বলেন, ‘দীর্ঘদিন ধরে ছবি নির্মাণের পরিকল্পনা করছিলাম। অবশেষে প্রযোজকও পেয়ে গেছি। সেপ্টেম্বর থেকেই শুটিং শুরুর সিদ্ধান্ত নিয়েছি।
পুরো ছবির শুটিং হবে আমেরিকাতে। কলাকুশলীও থাকবে এখানকার। আশা করছি নায়ক হিসেবে যেমন সফলতা পেয়েছি, নির্মাতা হিসেবেও তেমন দর্শক আমাকে গ্রহণ করবে। ছবিটি বাংলা এবং ইংরেজি ভাষাতে নির্মাণ করব। বাংলাদেশের পাশাপাশি বিভিন্ন দেশে মুক্তি দেওয়ার ইচ্ছা রয়েছে।’
ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘ইতিহাস’ দিয়ে নায়ক হিসেবে দেশব্যাপী পরিচিতি পান কাজী মারুফ। পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। এরপর ‘অন্ধকার’, ‘ক্যাপ্টেন মারুফ’, ‘দেহরক্ষী’সহ বেশ কিছু ব্যবসাসফল ছবি উপহার দিলেও ২০১৫ সাল থেকে চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েন তিনি। বিয়ে করে আমেরিকায় বসবাস শুরু করেন।