ঢাকার ধামরাইয়ে পিকআপ ভ্যান ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক নারী পথচারীও রয়েছেন।
রোববার (২৩ আগস্ট) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢাউটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের বিস্তারিত নাম পরিচয় জানা যায়নি। তবে তাদের মধ্যে একজন পিকআপ ভ্যানের চালক ও অপরজন নারী পথচারী বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
সাভার হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢাউটিয়া এলাকায় নবীনগরগামী সবজিবাহী একটি পিকআপ ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় একটি কাভার্ড ভ্যান।
এতে সবজিবাহী পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অপর একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা খায়। এসময় মাঝখানে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান এক নারী পথচারী এবং গুরুতর আহত হন সবজিবাহী পিকআপ ভ্যানের চালক। পরে চালককে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) কেএম মেহেদী বলেন, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। এছাড়া পরিবহনগুলো আটক করা হয়েছে।