কুমিল্লার চান্দিনা উপজেলার আলীকামোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.সফিকুল ইসলাম (৪৫) ইন্তেকাল করেন (ইন্না..লিল্লাহি…. ওয়া..রাজিউন)। শনিবার (২২ আগস্ট) দুপুরে রাজধানীর কেয়ার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি। সফিকুল ইসলাম চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের ফুলপুকুরিয়া গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে।
এর আগে গত সোমবার (১৭ আগস্ট) তার স্ত্রী শাহিনুর বেগম (৩৫) ও মঙ্গলবার (১৮ আগস্ট) তার বড় ভাই মো. আবদুল মুনাফ এর স্ত্রী আমেনা খাতুন (৫০) ইন্তেকাল করেন। এক সপ্তাহের মধ্যে একই পরিবারে তিন জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সফিকুল ইসলাম ব্যক্তি জীবনে নিঃসন্তান ছিলেন।
শনিবার (২২ আগস্ট) রাত ৯ টায় তার নিজ বাড়ীতে জানাজার শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
তার মৃত্যুতে চান্দিনা উপজেলা শিক্ষা অফিসার আবদুল্লাহ্ আল মামুন গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। সেই সাথে তিনি চান্দিনায় প্রাথমিক শিক্ষা পরিবারের একজন মেধাবী, প্রজ্ঞাশীল ব্যক্তিকে হারিয়েছেন বলে জানান দেন।
এদিকে তার মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কমল বকসী্।শোকবার্তায় ’মরহুমের রূহের মাগফিরাত কামনা করে তিনি বলেন- চান্দিনা উপজেলার শিক্ষকদের প্রতি আমি আহবান জানাই মরহুমের চিকিৎসা ব্যয়ের কিছু ঋণ রয়েছে। আপনারা উনার পরিবারের পাশে দাঁড়ালে পরিবারটি উপকৃত হবে।মৃত্যুকালে তিনি অসংখ্য গুনগ্রাহী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।