ফেসবুকে প্রতারণায় জড়িত নাইজেরিয়া ও ঘানার চার নাগরিককে গ্রেফতার করেছে সিআইডি।
বুধবার (২৬ আগস্ট) সকালে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বেশ কিছুদিন ধরে বিদেশী এই নাগরিকরা ফেসবুকে বাংলাদেশীদের সঙ্গে বন্ধুত্ব করে প্রতারণার আশ্রয়ে টাকা হাতিয়ে আসছিল। অভিযানে তাদের কাছ থেকে ৬টি ল্যাপটপ, ৬টি ফোন সেট ও সিম ও ভিসার মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট উদ্ধার করে সিআইডি।