পটুয়াখালীর গলাচিপায় শখের বসে মাল্টা চাষ করা হয়। ভিটামিন-সি সমৃদ্ধ রসালো ফল হল মাল্টা। ফলটি মূলত পাহাড়ি অঞ্চলে চাষ হলেও বর্তমানে সমতল ভূমিতে চাষ করছেন কৃষকরা। গলাচিপা পৌর শহরে ৮নং ওয়ার্ডের দাস বাড়িতে পরীক্ষামূলকভাবে মাল্টা চাষে এক অভাবনীয় সাফল্য অর্জন করছেন।
বাজার থেকে দুই বছর আগে মাল্টার চারা কিনেছিলেন রনজিৎ দাস। এখন সেই চারা বড় হয়ে ধরেছে রসালো মাল্টা। সরেজমিনে পৌর শহরের ৮নং ওয়ার্ডে দাসপাড়া এলাকায় গিয়ে দেখা যায় রনজিৎ দাসের ভবণের ছাদে দৃষ্টি নন্দন মাল্টা ফল গাছে ধরেছে। গাছে সবুজ পাতার আড়ালে ও ডালে ডালে ঝুলছে থোকায় থোকায় মাল্টা।
মাল্টা গাছে সাধারণত ফেব্রুয়ারি মাসে ফল ধরে এবং এটি পরিপক্ক হয়ে কমলা রং ধারণ করে সেপ্টেম্বর মাসের দিকে। ফুল আসা থেকে শুরু করে ফল পাকতে সময় লাগে প্রায় ৬ মাস। এ বিষয়ে রনজিৎ দাস বলেন, দুই বছর আগে শখ করে বাজার থেকে মাল্টা গাছের চারা ক্রয় করেছিলাম। এখন সেই গাছে ফল ধরেছে। দেখে মনটা আনন্দে ভরে গেছে।
তিনি আরও বলেন, আমার ছাদে প্রায় বিভিন্ন প্রজাতির ফলের চারা গাছ আছে। কৃষি বিভাগের সাথে যোগাযোগ রেখে যে কেউ এই মাল্টা বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন বলে জানান কৃষি কর্মকর্তা আর.এস.এম সাইফুল্লাহ। তিনি আরও জানান, মাল্টা একটি অর্থকরী ফসল। এটি ভিটামিন-সি সমৃদ্ধ সুস্বাদু ফল।
এটি চাষে এলাকার পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি চাষিরা আর্থিকভাবে অনেক লাভবান হবেন। তবে এ বাগান করতে হলে কৃষককে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো ভাইরাসের সংক্রমণ যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।