কলাপাড়ায় পায়রা বন্দরের নির্মাণাধীন ধুলাসার ইউনিয়নের ৯-১০ নম্বর আবাসন প্রকল্পের একতলা ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিক মোতালেব সরদার (৬৫) নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০ টায় এ দুর্ঘটনা ঘটে।
পায়রা বন্দরে অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের গৃহপুনর্বাসনের জন্য বাবলাতলা গ্রামে আবাসনটির নির্মাণ কাজ চলছিল। বহু শ্রমিক এ কাজ করছিল। নিহত মোতালেব ছাদের রড বাঁধার কাজ করছিলেন। অসাবধানতায় পা পিছলে তিনি নিচে সিমেন্টের ওপর পড়ে যান বলে সহকর্মী সানাউল হাওলাদার জানান। দ্রুত তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জেএইচ খান লেনিন মৃত ঘোষণা করেন।
নিহতের বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামে। তার বাবার নাম আকুব আলী সরদার। মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, খবর পেয়েই তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন।