নওগাঁর পাহাড়পুরে ৮ম শতাব্দিতে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় পুনঃপ্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে পাহাড়পুর বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ।
শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে পাহাড়পুর আদিবাসী উচ্চ বিদ্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। এসময় বক্তারা বলেন, পাহাড়পুরের ঐতিহাসিক বিশ্ববিদ্যালয় এশিয়ায় অন্যতম বড় শিক্ষা প্রতিষ্ঠান ছিলো।
সেই ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠায় সরকারি উদ্যোগের দাবি জানান তারা। এই দাবি নিয়ে বড় আন্দোলনেরও কথা বলেন বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের নেতারা।
ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের আহবায়ক ইমামুল হাসান টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, বৌদ্ধ বিহার বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন ছাত্র পরিষদের আহবায়ক হিরা, যুগ্ম আহবায়ক শাহরিয়ার হাসান শুভ, পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিশোর, মুক্তিযোদ্ধা সামছুল, পাহাড়পুর বৌদ্ধ বিহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।